মুম্বই : 'কেশরী' ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের বাকরুদ্ধ করেছিলেন অভিনেতা অক্ষয় কুমার । আজ সারাগারি যুদ্ধের 122 তম বার্ষিকীতে 36 তম শিখ রেজিমেন্টের "ব্রেভ হার্ট"-দের শ্রদ্ধা জানালেন তিনি ।
সাহসী এই আত্মাদের শ্রদ্ধা জানাতে আজ বলিউডের খিলাড়ি টুইটারে 'কেশরী'-র সেটে তোলা একটি মোনোক্রম ছবি শেয়ার করেন । ছবিটি 1897-র সারাগারি যুদ্ধের গল্পকে তুলে ধরেছে । সেখানে দশ হাজার আফগানের বিরুদ্ধে 21 জন শিখের একটি দল যুদ্ধ করেছিল ।
ছবিতে হাভিলদার ইশ্বর সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় । তাঁর শেয়ার করা ছবিতে নিজের দলের সঙ্গে পোজ় দিতে দেখা যায় ইশ্বরকে ।
ছবিটির সঙ্গে অক্ষয় লেখেন, "36 তম শিখ রেজিমেন্টের ব্রেভ হার্টদের প্রতি আমার শ্রদ্ধা । 10,000-র বিরুদ্ধে 21... একটা বলিদান যা চিরকাল ইতিহাসের পাতায় ও আমাদের মনে খোদাই করা থাকবে ।"