পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে অক্ষয়ের গ্যাংস্টার লুক - Akshay Kumar shares pic from sets

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অক্ষয় । সেখানে একজন গ্যাংস্টারের লুকে দেখা গিয়েছে তাঁকে ।

asd
asd

By

Published : Jan 7, 2021, 3:02 PM IST

জয়সালমের : আপকামিং ছবি 'বচ্চন পান্ডে'-র শুটিংয়ের জন্য এখন জয়সালমেরে রয়েছেন অক্ষয় কুমার । এই ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাঁকে । সম্প্রতি সেট থেকে তাঁর চরিত্রের লুক শেয়ার করেন তিনি ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অক্ষয় । তাঁর পরনে কালো শার্ট ও নীল জিন্স । মাথায় লাল রঙের একটি গামছা বাঁধা রয়েছে । গলায় মোটা চেন, হাতে আংটি । আর চোখে, মুখে প্রকাশ পাচ্ছে রাগ । একটি গাড়ির উপর বসে রয়েছেন তিনি । ঠিক তাঁর সামনে ছবির নাম লেখা ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে কেউ দাঁড়িয়ে রয়েছেন ।

এই ছবির ক্যাপশনে অক্ষয় লেখেন, "নতুন বছর, পুরোনো সঙ্গীরা...#বচ্চনপান্ডের শুটিং শুরু করলাম । সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে এটা আমার দশম ছবি । আশাকরি আরও অনেক ছবি করব । আপনাদের শুভেচ্ছা চাই আর আমার এই লুক নিয়ে আপনাদের কি মত তা জানান ।" ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াওয়ালা । আর পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহান সামজি ।

কয়েকদিন আগেই বিমানে জয়সালমের পাড়ি দিয়েছিলেন ছবির কলাকুশলীরা । গতকালই শুরু হয়েছে শুটিং । ভোরের আলো ফোটার আগে চৌরাস্তায় একটি বাস স্ট্যান্ডের শুটিং করেছিলেন নির্মাতারা ।

অক্ষয় ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৃতি শ্যানন, আরশাদ ওয়ারসি, পঙ্কজ ত্রিপাঠী ও জ্যাকলিন ফার্নান্ডেজ়কে । ছবিতে অক্ষয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করেবন আরশাদ । আর কৃতিকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে । তবে পঙ্কজ ও জ্যাকলিনের চরিত্র সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details