মুম্বই : কানাডার নাগরিকত্ব রয়েছে অক্ষয় কুমার। তাই বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন সময়ে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। এবার সমস্ত নিন্দুকের মুখে ছাই ফেলে ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য দরখাস্ত দিলেন অক্ষয়।
কিন্তু, কিছুটা ভারাক্রান্ত মন নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ ? অক্ষয় নিজেই প্রকাশ করলেন সেটা। তিনি বললেন, "আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি। আমি ভারতীয় এবং আমায় সেটা প্রমাণ করার জন্য এই পদক্ষেপ নিতে হল। এটা আমায় খুবই কষ্ট দেয়। আমার স্ত্রী ও ছেলেমেয়েরাও ভারতীয়। আমি সরকারকে কর দিই আর আমার পুরো জীবন এখানেই।"
কিন্তু, হঠাৎ কানাডার পাসপোর্ট কীভাবে হল তাঁর? সেটাও বললেন অক্ষয়। তিনি বললেন, "একটা সময় ছিল যখন আমার 14 টা ছবি ফ্লপ করেছিল। আমি মনে হয়েছিল যে আমার ক্যারিয়ার শেষ আর আমি কোনও ছবি পাব না আর। আমার এক বন্ধু কানাডায় থাকত..ও বলল কানাডায় চলে আসতে আর একসঙ্গে কাজ করতে। তখনই কানাডিয়ান পাসপোর্ট তৈরি করি আমি।"
কানাডায় যাওয়ার সমস্ত বন্দোবস্ত যখন হয়ে গেল, তখন অক্ষয়ের 15 তম ছবিটা হিট করে যায়। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। কিন্তু রয়ে গেল কানাডার পাসপোর্টটা। সেটা বদলানোর কথা চিন্তাই করেননি অভিনেতা।
তবে ভারতীয় পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেও সমালোচিত হতে হচ্ছে তাঁকে। তিনি যখনই ব্যর্থ হলেন তখনই ভারত ছাড়ার সিদ্ধান্ত নিলেন, আর সাফল্যের পরই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ? অনেকেই নেটিজেনই প্রশ্ন তুলছেন এমন।