মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল । এমনকী, বন্ধ হয়ে যায় শুটিংও । সিনেমা হল বন্ধ হওয়ায় পিছিয়ে গিয়েছে একাধিক ছবি মুক্তির তারিখও । আর সেই তালিকায় রয়েছে বলিউডের একাধিক ছবি । তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কিছু সিনেমাকে অনলাইনে রিলিজ় করার কথা চিন্তা ভাবনা করছেন নির্মাতারা । শোনা যাচ্ছে, সেই তালিকায় নাকি রয়েছে অক্ষয় কুমার ও কিয়ারা আদবানি অভিনীত 'লক্ষ্মী বম্ব'। যদিও ছবিটি ডিজিটালে মুক্তি পাক সেটা না পসন্দ নেটিজ়েনদের একাংশের ।
লকডাউনের মধ্যে মোবাইল বা ল্যাপটপেই বেশিরভাগ সিনেমা দেখছেন দর্শকরা । এদিকে সরকারি নিয়ম অনুসারে লকডাউনের মেয়াদ 3 মে শেষ হওয়ার কথা । তাছাড়া, লকডাউন ওঠার সঙ্গে সঙ্গেই যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, দর্শকরা হলে সিনেমা দেখবেন সেটা ভাবা একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই এই পরিস্থিতির মধ্যে সিনেমাগুলি অনলাইনে রিলিজ় করার কথা চিন্তাভাবনা করছেন নির্মাতা ।
আর সেই তালিকায় রেয়েছে অক্ষয় কুমার ও কিয়ারা আদবানি অভিনীত ছবি 'লক্ষ্মী বম্ব'। সব ঠিক থাকলে 22 মে হলে মুক্তি পেত ছবিটি । সূত্রের খবর, সব কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখনও পর্যন্ত ছবির এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজ়িক, মিক্সিং ও VFX বাকি রয়েছে । যদিও এখন বাড়িতে বসেই সব কাজ করা হচ্ছে । তা হলেও এই মুহূর্তে 22 মে ছবিটি রিলিজ় করা একেবারেই সম্ভব নয় । ছবির সব কাজ শেষ হতে জুন হয়ে যাবে বলে জানা গিয়েছে । আর জুন মাসে ছবি মুক্তির পর হলের দর্শক সংখ্যা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন নির্মাতারা ।