মুম্বই , 3 এপ্রিল : ভালবাসা থেকে অপরাধ, অধিকার থেকে ঈর্ষা সবমিলিয়ে আবেগ ও অনুভূতিগুলো জট পাকিয়ে তৈরি করল এই আজীব দাস্তানস ৷ এখনকার দিনের সম্পর্কের জটিলতাগুলিকে নিয়ে তৈরি হয়েছে এই চারটি অদ্ভুত কাহিনি ৷ যা দর্শকের কাছে আদৌ অদ্ভুত বলে মনে হবে না ৷ কারণ বাস্তবের ছোঁয়া রয়েছে এই গল্পে ৷
সাম্প্রতিককালের প্রেম, ভালোবাসা, চাহিদা, সমকামিতা ও হিংসা সবকিছু মিলে মিশে একাকার হয়ে গেছে এই চার কাহিনিতে ৷ করণ জোহরের 'ধর্মাটিক এন্টারটেইনমেন্ট' প্রযোজিত দুই মিনিট উনিশ সেকেন্ডের এই ভিডিয়ো করণ নিজেই শেয়ার করলেন তাঁর টুইটারে ৷