মুম্বই : প্রায় 10 বছর পর ফের অনস্ক্রিনে কাজলের সঙ্গে জুটি বাঁধলেন অজয় দেবগন । 'তানহাজি : দা আনসাং ওয়ারিয়র' ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের । ছবির শুটিং ফ্লোরকে নিজের বাড়ি বলেই মনে করতেন অজয় । ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানিয়েছেন তিনি ।
এর আগে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন কাজল ও অজয় । তার মধ্যে 'পেয়ার তো হোনা হি থা', 'দিল কেয়া কারে', 'ইউ মি অউর হাম' অন্যতম । আপকামিং ছবিতে তানহাজি মালুসারের চরিত্রে অভিনয় করবেন অজয় । আর কাজলকে দেখা যাবে সাবিত্রীবাইয়ের চরিত্রে । এছাড়াও ছবিতে রয়েছেন সইফ আলি খানও ।
ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অজয়, সইফ, শরদ কেলকর, পরিচালক ওম রাউত, রোহিত শেট্টি, সহ প্রযোজক ভূষণ কুমার ও কুমার মঙ্গত । তবে মেয়ে নিশার কলেজে যাওয়ার জন্য অনুষ্ঠানে যোগ দিতে পারেননি কাজল ।
অনুষ্ঠানে অজয়কে জিজ্ঞাসা করা হয়, অনেক বছর পর কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অনুভূতিটা ঠিক কেমন ?এর উত্তরে তিনি বলেন, "অনুভূতি ঠিক কেমন তা আমি বলতে পারব না । কারণ আমার মনে হয়েছে শুটিং চলাকালীন আমরা বাড়িতেই ছিলাম, কোনও শুটিং ফ্লোরে ছিলাম না । বাড়িতে একে অপরের সঙ্গে যেমন ব্যবহার করি সেখানেও অন্যদের সামনে ওই একই ব্যবহার করছিলাম । তাই আমার অন্যরকম কিছু মনে হয়নি ।"
ট্রেলারে যুদ্ধের অনেক দৃশ্য দেখানো হয়েছে । সেখানে একাধিক স্টান্টও করেছেন অজয় । এ প্রসঙ্গে তিনি বলেন, "স্টান্ট করতে গিয়ে আমি একাধিকবার চোট পেয়েছি । এখনও আমার পায়ে চোট রয়েছে ।"
কিন্তু, এই ধরনের একটি ঐতিহাসিক চরিত্র নিয়ে ছবির করার জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করলেন তিনি নিজেকে ? এর উত্তরে বলেন, "এই বিষয়ে যেখানে যা বই পেয়েছি পড়ে গেছি । তানহাজির ব্যবহার সম্পর্কে কোথাও বিস্তারিতভাবে দেওয়া নেই । ভাবনার মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তোলা হয়েছে ।"
সব ঠিক থাকলে 2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে 'তানহাজি : দা আনসাং ওয়ারিয়র'।