মুম্বই : আগামী বছরের জানুয়ারি মাস থেকে ফের শুরু হবে 'ময়দান'-এর শুটিং । তাই জোরকদমে উঠে পড়ে লেগেছে প্রোডাকশন টিমের সদস্যরা । নতুন করে গড়ে তোলা হচ্ছে ছবির সেট ।
অজয় দেবগন অভিনীত 'ময়দান'-এর শুটিংয়ের জন্য এক বিশাল সেট তৈরি করা হয়েছিল এই বছরে । তার মধ্যে ছিল এক বিশাল ফুটবল ময়দানও । তবে কোরোনার কারণে সেই পুরো সেটকে ভেঙে দিতে হয় । পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার শুরু হয়েছে সেট তৈরির কাজ । 16 একরের জমির উপর তৈরি হচ্ছে বিশালাকার সেট ।