পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফের তৈরি করা হচ্ছে 'ময়দান'-এর সেট - Ajay Debgn in maidan

কোরোনার কারণে ভেঙে দেওয়া হয়েছিল 'ময়দান' ছবির বিশাল সেট । আবার সেই সেট তৈরি হচ্ছে, বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে ফুটবলও । শোনা যাচ্ছে আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে 'ময়দান'-এর শুটিং ।

Ajay Debgn resumes Shooting
Ajay Debgn resumes Shooting

By

Published : Nov 27, 2020, 5:18 PM IST

মুম্বই : আগামী বছরের জানুয়ারি মাস থেকে ফের শুরু হবে 'ময়দান'-এর শুটিং । তাই জোরকদমে উঠে পড়ে লেগেছে প্রোডাকশন টিমের সদস্যরা । নতুন করে গড়ে তোলা হচ্ছে ছবির সেট ।

অজয় দেবগন অভিনীত 'ময়দান'-এর শুটিংয়ের জন্য এক বিশাল সেট তৈরি করা হয়েছিল এই বছরে । তার মধ্যে ছিল এক বিশাল ফুটবল ময়দানও । তবে কোরোনার কারণে সেই পুরো সেটকে ভেঙে দিতে হয় । পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার শুরু হয়েছে সেট তৈরির কাজ । 16 একরের জমির উপর তৈরি হচ্ছে বিশালাকার সেট ।

শোনা যাচ্ছে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে 'ময়দান'-এর শুটিং । অমিত শর্মা পরিচালিত এই ছবির প্রযোজনা করছেন বনি কাপুর ও জ়ি স্টুডিয়ো । সবার সম্মিলিত সিদ্ধান্তেই ফের ফ্লোরে নামবে টিম 'ময়দান' ।

অজয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন প্রিয়মণি, গজরাজ রাওয়ের মতো অভিনেতারা ।

ABOUT THE AUTHOR

...view details