মুম্বই : প্রয়াত অজয় দেবগনের বাবা স্টান্ট ডিরেক্টর বীরু দেবগন। আজ সকালে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫।
বার্ধক্যজনিত কারণে আজ মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বীরু দেবগন। বলিউডের অন্যতম স্টান্ট ডিরেক্টর ছিলেন তিনি। পরিচালনা করেছিলেন 'হিন্দুস্তান কী কসম' ছবিটিও।