মুম্বই : এক বছর আগে আজকের দিনে প্রয়াত হন ভিরু দেনগন । যদিও বাবার চলে যাওয়া এখনও মেনে নিতে পারেন না অজয় দেবগন । বাবার স্মৃতি আজও তাজা তাঁর মনে । এক বছরের মৃত্যুবার্ষিকীতে বাবাকে শ্রদ্ধা জানালেন অজয় ।
ইনস্টাগ্রামে পুরোনো ছবি কোলাজ করে একটি ভিডিয়ো পোস্ট করেন অজয় । বিভিন্ন অনুষ্ঠানে তোলা হয়েছিল ছবিগুলি । যেখানে সাদা-কালো ছবিগুলিতে একই ফ্রেমে ধরা হয়েছে বাবা ও ছেলেকে । এই ভিডিয়োর ক্যাপশনে অজয় লেখেন, "প্রিয় বাবা, এক বছর হল তুমি আমাদের ছেড়ে চলে গেছ । তবে এখনও আমার পাশে তোমাকে অনুভব করতে পারি । সারাজীবন তোমার উপস্থিতি অনুভব করব ।"