পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"তোমার বিউটিস্লিপ লাগবে না", জন্মদিনে কাজলকে রোম্যান্টিক উইশ অজয়ের - বলিউড স্টোরি

এমনিতে কম কথা বলেন অজয় দেবগন। চুপচাপ শান্তশিষ্ট স্বভাব তাঁর। তবে আজ কাজলের জন্মদিনে একটু হলেও প্রকাশ্যে এল অজয়ের রোম্যান্টিক সত্তা।

অজয় দেবগন

By

Published : Aug 5, 2019, 1:07 PM IST

মুম্বই : আজ ৪৫তম জন্মদিন কাজলের। এই বিশেষ দিনটাকে আর একটু বিশেষ করে দিলেন অজয়। ইনস্টাগ্রামে কাজলের একটি ছবি শেয়ার করলেন তিনি। নিজের স্টাইলেই কাজলকে বোঝালেন যে, তিনি আজও সুন্দরী।

ছবিটিতে দেখা যাচ্ছে কাজল আরাম কেদারায় হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন। সূর্যের আলো আলতো করে ছুঁয়ে যাচ্ছে তাঁকে। ক্যাপশনে অজয় লিখেছেন, "উঠে পড়, তোমার বিউটিস্লিপ লাগবে না, অন্তত এখন তো নয়ই"

চাতুরি করে অজয় এটাই বোঝালেন যে, কাজল এখনও কত সুন্দরী। ছবিটিও অজয়েরই তোলা, ছবির কোণায় সেই চিহ্ন রয়েছে।

দেখে নিন অজয়ের সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details