পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমরা ঘুরে দাঁড়াবই, আত্মবিশ্বাসী অজয়

আমরা ঘুরে দাঁড়াবই, আত্মবিশ্বাসী অজয় দেবগন । এই কঠিন সময় পেরিয়ে আমি ঠিক স্বাভাবিক জীবনে ফিরব, মনে করছেন অভিনেতা ।

Ajay Debgn positive thought
Ajay Debgn positive thought

By

Published : Jun 24, 2020, 9:21 PM IST

মুম্বই : সময়টা মোটে ভালো যাচ্ছে না আমাদের । একদিকে কোরোনা, তার উপর একের পর এক পাবলিক ফিগারের মৃত্যু, আমফানের তাণ্ডব, ভারত-চীন প্রতিদ্বন্দ্বীতা...এই সবের মাঝে যেন হারিয়ে গিয়েছি আমরা । তবে ঘুরে দাঁড়াবই, আত্মবিশ্বাস অজয়ের ।

একটি ছবি শেয়ার করেছেন অজয় দেবগন । সাদা পোশাকে সাদা ব্যাকড্রপে অজয় । ছবিটি দেখেই একটা পজ়িটিভ ফিলিং আসবে নেটিজেনদের । তার প্রমাণই পাওয়া গেল কমেন্ট সেকশনে ।

অজয় লিখেছেন, "আমরা ঘুরে দাঁড়াব, সবটা গুছিয়ে নেব এবং জয় করব ।" অভিনেতার এই আত্মবিশ্বাস সোশাল মিডিয়াতেও একটা পজ়িটিভ বাতাবরণ তৈরি করেছে, সমস্ত নেগেটিভিটির উর্ধ্বে গিয়েও ।

দেখে নিন অজয়ের পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details