মুম্বই : সময়টা মোটে ভালো যাচ্ছে না আমাদের । একদিকে কোরোনা, তার উপর একের পর এক পাবলিক ফিগারের মৃত্যু, আমফানের তাণ্ডব, ভারত-চীন প্রতিদ্বন্দ্বীতা...এই সবের মাঝে যেন হারিয়ে গিয়েছি আমরা । তবে ঘুরে দাঁড়াবই, আত্মবিশ্বাস অজয়ের ।
একটি ছবি শেয়ার করেছেন অজয় দেবগন । সাদা পোশাকে সাদা ব্যাকড্রপে অজয় । ছবিটি দেখেই একটা পজ়িটিভ ফিলিং আসবে নেটিজেনদের । তার প্রমাণই পাওয়া গেল কমেন্ট সেকশনে ।