মুম্বই : 'রেড'-এর বক্স অফিস কালেকশন ছিল খুবই ভালো । তাই এবার 'রেড 2' বানাতে চলেছেন অজয় দেবগন । সত্যি ঘটনার উপর নির্ভর করে তৈরি হবে ছবিটি । সেখানে IRS অফিসার অময় পটনায়কের চরিত্রে অভিনয় করবেন অজয় । বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ভূষণ কুমার ।
ইতিমধ্যেই ছবির স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছন ভূষণ । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "অজয়জি, আমি ও কুমার মঙ্গতজি একসঙ্গে মিলে 'রেড' ফ্র্যাঞ্চাইজ়িটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি । 'রেড 2'-এর স্ক্রিপ্ট লেখা চলছে । প্রথম ছবিটি অনেকেরই পছন্দ হয়েছিল । তাই সিকুয়েলটি খুবই গুরুত্বপূর্ণ । এছাড়া 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র' ছবির ব্যাপক সাফল্যর কথা মাথায় রেখে এই ছবিটি তৈরি করতে হবে আমাদের ।" সব ঠিক থাকলে 2021 সালে শুরু হবে শুটিং ।