মুম্বই : অজয় দেবগনের পরিচালনায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন । ছবির নাম 'মেডে' । ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ অফিশিয়ালি খবরটি জানিয়েছেন ।
তরণ লিখেছেন, "বড় খবর, অজয় দেবগনের পরিচালনায় অমিতাভ বচ্চন । 'মেডে' নামক সেই হিউম্যান ড্রামা ছবিতে অজয়কে দেখা যাবে পাইলটের চরিত্রে ।"