পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ময়দান'-এর পোস্টারে ফুটবলে 'কিক' অজয়ের - ময়দান

'ময়দান' ছবিতে কিংবদন্তী ফুটবলার সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন । আজ প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর ফার্স্টলুক ।

ুপ
বু

By

Published : Jan 30, 2020, 8:29 PM IST

মুম্বই : এক হাতে ব্যাগ ও ছাতা । গায়ে অফিসের পোশাক । আর সেই পোশাকেই ফুটবলে 'কিক' মারছেন অজয় দেবগন । 'ময়দান' ছবিতে এভাবেই দেখা যাবে তাঁকে । আজ সামনে এসেছে ছবিতে তাঁর ফার্স্টলুক ।

সোশাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন অজয় । একটি ছবিতে অফিসের পোশাকে তাঁকে ফুটবলে খেলতে দেখা গেছে । আর অন্য ছবিতে একটি ফুটবল টিমের কোচের ভূমিকায় দেখা গেছে তাঁকে । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "এই ছবি ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ ও সে সময়কার এক সফল কোচের গল্প বলবে ।"

ভারতীয় ফুটবলের সোনালী দিনগুলিকে তুলে ধরা হয়েছে 'ময়দান'-এ । কিংবদন্তী ফুটবলার সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন । 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় ফুটবল টিমের কোচ ও ম্যানেজারও ছিলেন তিনি । অজয় দেবগন ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গজরাজ রাও ও বোমান ইরানিকে । আর এই ছবিতে অজয়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন কীর্তি সুরেশ ।

ছবিটি পরিচালনা করেন অমিত শর্মা । ছবির বেশ কিছু অংশের শুটিং হয় কলকাতায় । কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও হয় শুটিং । ছবির প্রথমার্ধের শুটিং হয় মুম্বইতে । মুকেশ মিলের মধ্যে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট করা হয় । এমনকী শুটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলস থেকে আনা হয়েছিল স্পোর্টস কোরিওগ্রাফার ।

মঙ্গলবার মুক্তি পেয়েছিল ছবির প্রথম পোস্টার । সব ঠিক থাকলে 27 নভেম্বর 2020 সালে মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details