মুম্বই : দুনিয়াতে যা কিছু থেকে আমরা শিখি, সবকিছুই আমাদের শিক্ষক । তাকে যে কোনও মানুষই হতে হবে তার কোনও মানে নেই । ভূমি পেদনেকরের কাছে যেমন প্রকৃতিই তাঁর শিক্ষক, অজয় দেবগনের কাছে ক্যামেরা ।
হ্যাঁ, এই শিক্ষক দিবসে ক্যামেরাকে স্যালুট জানালেন অজয় । এই ক্য়ামেরার থেকে অনেক কিছু শিখেছেন অভিনেতা । এই ক্যামেরার জন্যই আজ অজয় অভিনেতা । তাই স্যালুট জানানোর জন্য এর থেকে ভালো কিছু আর খুঁজে পাননি অজয় ।