কলকাতা : অজয় দেবগন অভিনীত 'ময়দান' ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করছেন বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ । তিনি মনে করেন, কলকাতার চেয়ে বলিউডে অনেক বেশি স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করা যায় ।
রুদ্রনীল IANS-কে বলেন, "টলিউডে আমাদের একটা সীমিত বাজেটের মধ্যে কাজ করতে হয় । সেই বাজেটের মধ্যেই জিনিস তৈরি করতে হয় । সুতরাং বেশিরভাগ সময়ই একজনকে দু'জনের কাজ করতে হয় । তাতে চিন্তা বাড়ে, ভুল হওয়ার সম্ভাবনাও বাড়ে । এত কিছুর পরও প্রতিবছর বাংলায় অনেক ভালো ছবি তৈরি হচ্ছে । তবে মুম্বইতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করা যায় । এখানে প্রত্যেকে শৃঙ্খলা মেনে চলে । একে অপরকে শ্রদ্ধা করে । এটা একটা স্বাস্থ্যকর অনুভূতি । এই ইন্ডাস্ট্রি অত্যন্ত সংগঠিত । প্রত্যেকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে জানে ।"
তাঁর ডেবিউ বলিউড ছবি 'ময়দান'-র পরিচালনা করছেন 'বাধাই হো' খ্যাত অমিত শর্মা । ছবিতে কিংবদন্তি ফুটবলার সৈয়দ আবদুল রহিমের জীবনকে তুলে ধরা হয়েছে । তিনি 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন । রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন ।