পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমার স্কুলটাইমের হিরো অজয় দেবগন : রুদ্রনীল ঘোষ - mumbai

বাংলায় অভিনয়ের জন্য যথেষ্ট জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ । এবার বলিউডে পা রাখতে চলেছেন তিনি । অজয় দেবগনের 'ময়দান' ছবিতে দেখা যাবে তাঁকে । ছবিতে অজয় দেবগনের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন তিনি ।

রুদ্রনীল ঘোষ

By

Published : Sep 5, 2019, 3:11 PM IST

কলকাতা : অজয় দেবগন অভিনীত 'ময়দান' ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করছেন বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ । তিনি মনে করেন, কলকাতার চেয়ে বলিউডে অনেক বেশি স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করা যায় ।

রুদ্রনীল IANS-কে বলেন, "টলিউডে আমাদের একটা সীমিত বাজেটের মধ্যে কাজ করতে হয় । সেই বাজেটের মধ্যেই জিনিস তৈরি করতে হয় । সুতরাং বেশিরভাগ সময়ই একজনকে দু'জনের কাজ করতে হয় । তাতে চিন্তা বাড়ে, ভুল হওয়ার সম্ভাবনাও বাড়ে । এত কিছুর পরও প্রতিবছর বাংলায় অনেক ভালো ছবি তৈরি হচ্ছে । তবে মুম্বইতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করা যায় । এখানে প্রত্যেকে শৃঙ্খলা মেনে চলে । একে অপরকে শ্রদ্ধা করে । এটা একটা স্বাস্থ্যকর অনুভূতি । এই ইন্ডাস্ট্রি অত্যন্ত সংগঠিত । প্রত্যেকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে জানে ।"

তাঁর ডেবিউ বলিউড ছবি 'ময়দান'-র পরিচালনা করছেন 'বাধাই হো' খ্যাত অমিত শর্মা । ছবিতে কিংবদন্তি ফুটবলার সৈয়দ আবদুল রহিমের জীবনকে তুলে ধরা হয়েছে । তিনি 1950 থেকে 1963 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন । রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন ।

অজয় দেবগনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে রুদ্রনীল বলেন, "অজয় স্যার খুব ঠান্ডা মাথার মানুষ এবং অভিজ্ঞ অভিনেতা । রিহার্স করার সময় বা অভিনয় করার সময় তিনি খুবই ফ্লেক্সিবেল । তবে তার আগে বা পরে তিনি নিজেই সব করতে পছন্দ করেন । তিনি বেশি কথা বলতে বছন্ত করেন না তবে একটা প্লিজ়েন্ট পার্সোনালিটি আছে তাঁর । এবং খুবই সহযোগিতামূলক ।"

আরও পড়ুন : অজয় দেবগনের 'ময়দান'-এ ডেবিউ রুদ্রনীলের

তিনি বলেন, "আমার স্কুলটাইমের হিরো অজয় দেবগন । ফুল অর কাঁটে-তে তাঁর ওই দু'টি বাইকে দাঁড়িয়ে থাকার সিন দেখার পর থেকেই আমি তাঁর ভক্ত হয়ে যায় । টিপিকাল গ্ল্যামারাস হিরো থেকে বেরিয়ে তিনি বলিউড হিরোর সংজ্ঞা পালটে দিয়েছিলেন । তিনি দেখিয়েছিলেন একজন হিরোকে দেখতে সাধারণ মানুষের মতোই হয় ।"

বর্তমানে মুম্বইতে শুটিং চলছে 'ময়দান'-র । ছবিতে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাউথের অভিনেত্রী কীর্তি সুরেশ, গজরাজ রাও । ছবিটি 2020-তে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details