পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনকে অন্তহীন মনে হচ্ছে অজয়ের - অজয় দেবগনের খবর

লকডাউনের এই 45 টা দিন যেন 22 বছরের সমান মনে হচ্ছে অজয় দেবগনের ।

ajay debgn in lockdown
ajay debgn in lockdown

By

Published : May 8, 2020, 9:22 PM IST

মুম্বই : ফ্রাইডে ফ্ল্যাশব্য়াক, আজ শুক্রবার পিছন ফিরে তাকালেন অজয় দেবগন । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন কাজলের সঙ্গে তোলা পুরোনো ছবি ।

শুধু তাই নয়, এই লকডাউনে অজয়ের কীরকম অনুভূতি হচ্ছে সেটাও জানালেন ক্যাপশনে । লিখলেন, "মনে হচ্ছে আজ থেকে বাইশ বছর আগে শুরু হয়েছিল লকডাউন" ।

কাজলের সঙ্গে সেই থ্রোব্যাক ছবি থেকে চোখ ফেরোনা দায় । তাঁদের কেমিস্ট্রি মন কেড়ে নিল নেটিজেনদের । তবে আজও সেই একইরকম বন্ড শেয়ার করেন অজয়-কাজল ।

21 বছর হল বিয়ে হয়েছে এই দুই তারকার । দুই সন্তান নায়সা আর যুগের বাবা-মা তাঁরা । সম্প্রতি 'তানহাজি : দ্য আনসাঙ্গ ওয়ারিয়র'-এ একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন অজয় আর কাজল ।

ABOUT THE AUTHOR

...view details