মুম্বই : মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কারমাদ স্টেশনের কাছে 16 জন ভিনরাজ্যের শ্রমিক মালগাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ হারিয়েছেন । মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও পাঁচ শ্রমিক । এই ঘটনায় শোকপ্রকাশ করলেন অজয় দেবগন ।
টুইটারে অজয় লিখেছেন যে কতটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছি আমরা । প্রতিদিন কোনও না কোনও খারাপ খবরে বিস্বাদ হয়ে যাচ্ছে আমাদের সারাদিন ।