পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঔরঙ্গাবাদে শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ অজয়ের - অজয় দেবগনের খবর

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ভিনদেশি শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন অজয় দেবগন । টুইটারে পোস্ট অভিনেতার ।

ajay debgn pays condolence
ajay debgn pays condolence

By

Published : May 8, 2020, 11:55 PM IST

মুম্বই : মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কারমাদ স্টেশনের কাছে 16 জন ভিনরাজ্যের শ্রমিক মালগাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ হারিয়েছেন । মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও পাঁচ শ্রমিক । এই ঘটনায় শোকপ্রকাশ করলেন অজয় দেবগন ।

টুইটারে অজয় লিখেছেন যে কতটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছি আমরা । প্রতিদিন কোনও না কোনও খারাপ খবরে বিস্বাদ হয়ে যাচ্ছে আমাদের সারাদিন ।

অভিনেতা লিখেছেন, "কাল ভাইজ়্য়াকের ওই দুঃখজনক ঘটনায় আমি ডিস্টার্বড ছিলাম । আর আজ মালগাড়ির ধাক্কায় ভিন রাজ্যের শ্রমিকদের ভয়াবহ মৃত্যু, যাঁরা মধ্যপ্রদেশের পথে হাঁটছিলেন ।"

দেখে নিন সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details