পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ajay Devgn completes 30 years in films: ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের - অজয় দেবগণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর

ফুল অউর কাঁটে (Phool Aur Kaante) দিয়ে হয়েছিল বলিউডে অভিষেক ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ 30 বছর পূর্ণ করলেন অজয় দেবগণ (Ajay Devgn completes 30 years in films)৷

ajay-devgn-completes-30-years-in-films-amitabh-bachchan-akshay-kumar-congratulate-him
ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের

By

Published : Nov 22, 2021, 9:13 PM IST

মুম্বই, 22 নভেম্বর:সাদামাটা চেহারার দীর্ঘাকৃতি নায়কের স্টান্ট দেখে চমকে গিয়েছিল দর্শকরা ৷ অভিনয়ের পাশাপাশি মারকাটারি অ্যাকশন, প্রথম ছবিতেই মনে দাগ কেটে যায় বলিউডের নায়ক ৷ অজয় দেবগণ ৷ আজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর 30 বছর পূর্ণ হল (Ajay Devgn completes 30 years in films) ৷ তাঁর ডেবিউ ফিল্ম ফুল অউর কাঁটে (Phool Aur Kaante)৷ মুক্তি পেয়েছিল 1991 সালের 22 নভেম্বর ৷ তাঁর এই সফরকে কুর্নিশ জানিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহ-অভিনেতারা ৷ সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan congratulates Ajay Devgn) থেকে শুরু করে অক্ষয় কুমার (Akshay Kumar congratulates Ajay Devgn)-সহ অনেকেই ৷ তাঁদের কাছে আজকের দিনটি অজয় দেবগণ দিবস ৷

অমিতাভের টুইট

টুইটারে অজয় দেবগণকে অভিনন্দন জানিয়ে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন লিখেছেন, "22 নভেম্বর অজয় দেবগণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর পূর্ণ করল ৷ কম কথা বলা, অন্যের কাজে হস্তক্ষেপ না করা মানুষটি নিজের প্যাশন দিয়ে সব করেছে ৷ অভিনন্দন অজয়, তুমি আরও 70 বছর এ ভাবেই চালিয়ে যাও ৷" এই শুভেচ্ছার জন্য অমিতাভকে ধন্যবাদ জানিয়েছেন অজয় ৷

আরও পড়ুন:Amitabh Bachchan Emoticon Faces: পাউট করছেন অমিতাভ, ধরা দিলেন ইমোজি লুকে

অক্ষয় কুমার অজয়ের সঙ্গে সূর্যবংশী ফিল্মের শুটিঙের একটি দৃশ্য শেয়ার করে লিখেছেন, "আমরা যখন নতুন ছিলাম, সেই দিনটা মনে আছে ৷ আমরা জুহু বিচে একসঙ্গে মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম ৷ তোমার বাবা আমাদের শেখাতো ৷ কী দিন ছিল ৷ এ ভাবেই 30 বছর কেটে গেল ৷ সময় উড়ে যায়, বন্ধুত্ব থেকে যায় !"

আরও পড়ুন:Kajol Birthday : 47-এ কাজল, প্রিয়তমাকে আদুরে শুভেচ্ছা অজয়ের

তবে এই বিশেষ দিনে 52 বছর বয়সি অভিনেতা প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, "আমি ওয়ার্ম-আপ করছি ৷ আরও 30-40 বছর থাকার চেষ্টা করছি ৷"

জিগর, বিজয়পথ, দিলজলে, পেয়ার তো হোনা হি থা, জখম, হাম দিল দে চুকে সনম, ওমকারা, গোলমাল, সিংঘম-সহ বহু ফিল্মে অভিনয় করেছেন অজয় দেবগণ ৷ তাঁর এই সফর দীর্ঘায়িত হোক, এই কামনাই রইল আমাদের তরফেও ৷

ABOUT THE AUTHOR

...view details