মুম্বই, 22 নভেম্বর:সাদামাটা চেহারার দীর্ঘাকৃতি নায়কের স্টান্ট দেখে চমকে গিয়েছিল দর্শকরা ৷ অভিনয়ের পাশাপাশি মারকাটারি অ্যাকশন, প্রথম ছবিতেই মনে দাগ কেটে যায় বলিউডের নায়ক ৷ অজয় দেবগণ ৷ আজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর 30 বছর পূর্ণ হল (Ajay Devgn completes 30 years in films) ৷ তাঁর ডেবিউ ফিল্ম ফুল অউর কাঁটে (Phool Aur Kaante)৷ মুক্তি পেয়েছিল 1991 সালের 22 নভেম্বর ৷ তাঁর এই সফরকে কুর্নিশ জানিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহ-অভিনেতারা ৷ সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan congratulates Ajay Devgn) থেকে শুরু করে অক্ষয় কুমার (Akshay Kumar congratulates Ajay Devgn)-সহ অনেকেই ৷ তাঁদের কাছে আজকের দিনটি অজয় দেবগণ দিবস ৷
টুইটারে অজয় দেবগণকে অভিনন্দন জানিয়ে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন লিখেছেন, "22 নভেম্বর অজয় দেবগণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর পূর্ণ করল ৷ কম কথা বলা, অন্যের কাজে হস্তক্ষেপ না করা মানুষটি নিজের প্যাশন দিয়ে সব করেছে ৷ অভিনন্দন অজয়, তুমি আরও 70 বছর এ ভাবেই চালিয়ে যাও ৷" এই শুভেচ্ছার জন্য অমিতাভকে ধন্যবাদ জানিয়েছেন অজয় ৷
আরও পড়ুন:Amitabh Bachchan Emoticon Faces: পাউট করছেন অমিতাভ, ধরা দিলেন ইমোজি লুকে