মুম্বই, 17 ফেব্রুয়ারি :সিনেমাপ্রেমীদের মনে সেসময় যথেষ্ট সাড়া ফেলেছিল 2015 সালের ছবি 'দৃশ্যম' ৷ তারপর থেকেই জল্পনা চলছিল এর দ্বিতীয় পর্ব নিয়ে ৷ এবার শুরু হল সেই নতুন পর্বের শ্য়ুটিং ৷ আপাতত অজয় দেবগনের সঙ্গে ছবির কাজ শুরু হয়েছে মুম্বইতেই ৷ তবে পরের মাসেই শ্য়ুটিং শুরু হবে গোয়ায় ৷ প্রথম পর্বের প্রায় সাত বছর পর শুরু হল দ্বিতীয় পর্বের কাজ (Drishyam 2 starring Bollywood actor Ajay Devgn has commenced) ৷
এই ছবিতে নিজের কাজ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত অজয়ও ৷ অজয় বলেন, "দৃশ্য়ম-কে মানুষ ভালবেসেছিলেন এবং এটা প্রায় একটা কিংবদন্তীতে পরিণত হয়েছে ৷ দৃশ্য়ম-2 এ নতুনভাবে একটি গল্পকে তুলে ধরতে পেরে আমি ভীষণ আনন্দিত ৷ বিজয় এখানে একটি বহুমাত্রিক চরিত্র ৷ তিনি পর্দায় একটি আকর্ষণীয় গল্প তুলে ধরবেন ৷ অভিষেক পাঠক একবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে ছবিটিকে দেখছেন ৷ আমি তো আগ্রহের সঙ্গে দ্বিতীয় পর্বের জন্য় অপেক্ষা করছি ৷ "