মুম্বই : JNU-তে হওয়া হামলা নিয়ে বলিউডের কম-বেশি প্রত্যেকেই মুখ খুলেছেন । শোনা যায়নি অজয় দেবগনের কোনও মন্তব্য..এবার মুখ খুললেন তিনিও ।
টুইটারে অজয় বললেন, "আমি সবসময়ে বলেছি যে, আমাদের সঠিক তথ্যের অপেক্ষা করা উচিত । আমি সবাইকে অনুরোধ করছি, ভাতৃত্ববোধ ও শান্তির বার্তাকে আরও ছড়িয়ে দিতে । সেই পথ থেকে জেনে বা না জেনে সরে আসা ঠিক নয় । #JNUViolence "
দিল্লি পুলিশ JNU মামলায় ন'জন সাসপাক্টের তালিকা প্রকাশ করেছে । তার মধ্যে অন্য JNU ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যাইশে ঘোষ । এছাড়াও রয়েছে চুনচুন কুমার, পঙ্গজ মিশ্র, ওয়াস্কার বিজয়, সুচেতা তালুকরাজ, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভারাদ্বাজ, বিকাশ প্য়াটেল ।
পুলিশের এই তালিকা প্রকাশের পরই অজয়ের টুইটটি লিখেছেন । তাঁর ছবি 'তানহাজি : দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার' মুক্তি পেয়েছে গতকাল । সেখানে অজয়কে এক মারাঠী যোদ্ধার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে ।