মুম্বই : লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনের আক্রমণে শহিদ হয়েছেন কুড়ি জন ভারতীয় জওয়ান । এবার বলিদানের সেই ঘটনা নিয়ে ছবি বানাবেন অজয় দেবগন । ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই খবর কনফার্ম করেছেন সোশাল মিডিয়ায় ।
তরণ লিখেছেন, "এটা অফিশিয়াল । গালওয়ান ভ্যালি সংঘর্ষ নিয়ে ছবি তৈরি করছেন অজয় দেবগন । ছবির নাম এখনও ঠিক হয়নি । চিনা সৈনিকদের সঙ্গে লড়াইয়ে কুড়ি জন ভারতীয় জওয়ানের বলিদান তুলে ধরা হবে এই ছবিতে । "