পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফের পিছিয়ে গেল 'ময়দান'-এর মুক্তি

ফের একবার পিছিয়ে গেল 'ময়দান'-এর মুক্তি । 2021 সালের 13 অগাস্টের পরিবর্তে 15 অক্টোবর ছবির মুক্তি ঘোষণা করলেন অজয় দেবগন ।

Ajay Debgn in Maidaan
Ajay Debgn in Maidaan

By

Published : Dec 12, 2020, 3:40 PM IST

মুম্বই : অজয় দেবগন অভিনীত 'ময়দান'-এর মুক্তি নিয়ে যাবতীয় সংশয় ঘুচল । অভিনেতা জানালেন যে, 2021 সালের দুর্গাপুজোয় মুক্তি পাবে এই ছবি । তারিখটি 15 অক্টোবর ।

ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে তুলে ধরবে 'ময়দান' । লেজেন্ডারি কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় । ভারতীয় ফুটবলের জনক বলা হয় তাঁকে । 1950 সাল থেকে 1963 সাল অবধি পুরো সময়কাল ভারতের জাতীয় ফুটবল টিমের ম্যানেজার পদে ছিলেন রহিম ।

'ময়দান'-এর শুটিংয়ের জন্য এক বিশাল সেট তৈরি করা হয়েছিল এই বছরে । তার মধ্যে ছিল এক বিশাল ফুটবল ময়দানও । তবে কোরোনার কারণে সেই পুরো সেটকে ভেঙে দিতে হয় । পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার শুরু হয়েছে সেট তৈরির কাজ । 16 একরের জমির উপর তৈরি হচ্ছে বিশালাকার সেট ।

আর সেট তৈরি হলেই শুরু হবে শুটিং । অজয় জানিয়েছেন যে 2021 সালের জানুয়ারি মাস থেকে ফ্লোরে ফিরবে 'ময়দান' । ফাইনাল শিডিউলের শুটিং শেষ করে 15 অক্টোবর হবে ছবির মুক্তি ।

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়মণি, গজরাজ রাও ও রুদ্রনীল সেনগুপ্ত । উচ্ছ্বসিত রুদ্রনীল নিজেও এই খবরটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details