মুম্বই : বলিউডের অ্যাকশন হিরো অজয় দেবগনকে তাৎপর্যপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে ৷ আগামীকাল থেকেই শুরু হতে চলেছে শুটিং ৷ দীর্ঘ 22 বছর পর পুনরায় একই প্রোজেক্টে দেখা যাবে অভিনেতা অজয় ও পরিচালক সঞ্জয়লীলা বনসালিকে ৷
ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে এক মাফিয়া কুইনের চরিত্রে । এক বিশাল সেক্স ব়্যাকেটের মালিক তিনি । কেবলমাত্র স্বেচ্ছায় দেহব্যবসায় আসা মহিলাদেরকে নিয়েই গাঙ্গুবাঈ তৈরি করেছিলেন পতিতালয় ৷