পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"কলকাতায় এসে এত মিষ্টি খেয়েছি, যে ওজন বেড়ে গেছে"

আপকার্মিং ছবি 'তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার'-এর প্রচারের জন্য কলকাতায় এসেছিলেন অজয় দেবগন । সব ঠিক থাকলে 2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে 'তনহাজি'।

gf
fg

By

Published : Dec 4, 2019, 7:58 PM IST

কলকাতা : আপকার্মিং ছবি 'তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার'-এর প্রচারের জন্য কলকাতায় এসেছিলেন অজয় দেবগন । ছবিতে মারাঠি যোদ্ধা লেজেন্ডারি তানহাজি মালুসরের চরিত্রে অভিনয় করছেন । আর এই ছবির মাধ্যমেই ক্যারিয়ারের 100 তম ছবিটি করেন তিনি ।

100 তম ছবি সম্পর্কে অজয় বলেন, "আমার কাছে 100 শুধুই একটা নম্বর । দুটো শূন্য । এর থেকে বেশি কিছুই নয় ।"

অনেক বছর পর সইফের সঙ্গে এই ছবিতে কাজ করেছেন অজয় । প্রথমবার 'কাচ্চে ধাগে' ছবিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা । শেষবার 'ওমকারা' ছবিতে দেখা যায় তাঁদের । তারপর আবার 'তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার'-এ একসঙ্গে অভিনয় করেন । এ প্রসঙ্গে অজয় বলেন, "প্রথমবার সইফের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল । তারপর অবশ্য অনেক দিনই একসঙ্গে কাজ করিনি । আর ছবিতে সইফ যে চরিত্রে অভিনয় করছেন তা আর কেউ করতে পারতেন না ।"

অনুষ্ঠানে বাচ্চাদের সঙ্গে অজয়

এছাড়া এই ছবিতে বহু বছর পর স্ত্রীর সঙ্গে কাজ করেছেন অজয় । এ প্রসঙ্গে তিনি বলেন, "শুটিং ফ্লোর নিজের ঘর বলেই মনে হত ।" এর পাশাপাশি কলকাতা প্রসঙ্গেও অনেক কথাও বলেন তিনি । প্রায় 15 বছর পর কলকাতায় এসেছেন । আর কলকাতার মিষ্টি তাঁর কাছে খুবই প্রিয় । এ বিষয়ে তিনি বলেন, "কলকাতার মিষ্টি আমার খুবই ভালো লাগে । 10 দিন ধরে টানা মিষ্টি খাচ্ছি । এর মধ্যে 4 কিলো ওজনও বেড়ে গেছে ।"

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । সেটি দেখে অনেকেই বলেছেন এই ছবির সঙ্গে 'বাহুবলী'-র অনেক মিল রয়েছে । এ প্রসঙ্গে অজয় বলেন, "বাহুবলী ছবিটি অন্য বিষয়ের উপর তৈরি হয়েছিল । আর এটি ইতিহাসকে কেন্দ্র কের তৈরি । তাহলে দুটি ছবি কীভাবে এক হল ?" সব ঠিক থাকলে 2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে 'তনহাজি'।

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details