মুম্বই : বিশ্বজুড়ে এই কঠিন সময়ে যে মানুষগুলো বাড়িঘর পরিবার ছেড়ে সারাদিন রোগীদের সেবায় নিমজ্জিত, তাঁদের শ্রদ্ধা করার বদলে কিছু মানুষ আক্রমণে মেতেছেন । "ভিত্তিহীন অনুমান"-কে সঙ্গী করে এরকম নির্দয় কাজকে একেবারেই সমর্থন করছেন না অজয় দেবগন । টুইটারে প্রকাশ করলেন অভিনেতা ।
অজয় লিখেছেন, "বিরক্ত ও ক্ষুব্ধ । "শিক্ষিত" মানুষরা প্রতিবেশী ডাক্তারদের উপর আক্রমণ করছেন কিছু ভিত্তিহীন অনুমানকে ভর করে । এই রকম নির্দয় ও নির্বোধ মানুষরা সবথেকে জঘন্য অপরাধী ।"