পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত কাজল-নায়সা ? অজয় বললেন..

কয়েকদিন ধরে একটা উড়ো খবর শোনা যাচ্ছিল যে, কোরোনায় আক্রান্ত দেবগন পরিবার । প্রথমে কাজল কন্য়া নায়সা ও তারপর কাজল নিজে আক্রান্ত হয়েছেন এই জীবাণুতে । তবে সত্যিটা কী সেটা পরিষ্কার করে দিলেন অজয় দেবগন । জানালেন তাঁর পুরো পরিবার সুস্থ ।

ajay debgn says if kajol and nysa are corona effeted
ajay debgn says if kajol and nysa are corona effetedajay debgn says if kajol and nysa are corona effeted

By

Published : Mar 31, 2020, 10:36 AM IST

মুম্বই : কাজল ও তাঁর মেয়ে নায়সার কোরোনা হয়েছে বলে গুজব ছড়িয়েছিল কয়েকদিন আগে । তাঁরা নাকি হাসপাতালে ছুটেছেন বলেও ছিল খবর । তবে সেই সমস্ত ভুয়ো খবর উড়িয়ে দিলেন অজয় দেবগন । সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানালেন যে, তাঁর পরিবার সম্পূর্ণ সুস্থ রয়েছে ।

অজয় লিখেছেন, "জিজ্ঞাসা করার জন্য় ধন্যবাদ । কাজল আর নায়সা সম্পূর্ণ সুস্থ আছে । ওঁদের স্বাস্থ্য নিয়ে যে গুজব উঠেছিল তা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন ।"

তবে কী করে শুরু হল এই জল্পনা ? আসলে কয়েকদিন আগেই সিঙ্গাপুর থেকে ফিরেছেন নায়সা । সেখানে তিনি যেই স্কুলে পড়েন সেটি বন্ধ হয়ে যায় কোরোনার কারণে । ফলে ফিরতে হয় নায়সাকে । মেয়েকে নিতে এয়ারপোর্টে যান কাজল ।

সেই ছবি সামনে আসার পরই এই জল্পনা শুরু হয় যে, নায়সা কোরোনা আক্রান্ত । তবে সেই অনুমানের যে কোনও ভিত্তি নেই, তা স্পষ্ট অজয়ের পোস্টে ।

আপাতত অজয়-কাজল-নায়সা-যুগ (ছেলে) তাঁদের মুম্বইয়ের বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন । কাজল তাঁর কোয়ারেন্টেনড লাইফের ছবিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । অল্প একটু মেকআপের ছোঁয়ায় যে মন কতটা ভালো হয়ে যেতে পারে, সেটা কাজল এই কোয়ারেন্টাইনে থাকাকালীন উপলব্ধি করেছেন ।

দেখে নিন সেই পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details