মুম্বই : কাজল ও তাঁর মেয়ে নায়সার কোরোনা হয়েছে বলে গুজব ছড়িয়েছিল কয়েকদিন আগে । তাঁরা নাকি হাসপাতালে ছুটেছেন বলেও ছিল খবর । তবে সেই সমস্ত ভুয়ো খবর উড়িয়ে দিলেন অজয় দেবগন । সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানালেন যে, তাঁর পরিবার সম্পূর্ণ সুস্থ রয়েছে ।
অজয় লিখেছেন, "জিজ্ঞাসা করার জন্য় ধন্যবাদ । কাজল আর নায়সা সম্পূর্ণ সুস্থ আছে । ওঁদের স্বাস্থ্য নিয়ে যে গুজব উঠেছিল তা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন ।"
তবে কী করে শুরু হল এই জল্পনা ? আসলে কয়েকদিন আগেই সিঙ্গাপুর থেকে ফিরেছেন নায়সা । সেখানে তিনি যেই স্কুলে পড়েন সেটি বন্ধ হয়ে যায় কোরোনার কারণে । ফলে ফিরতে হয় নায়সাকে । মেয়েকে নিতে এয়ারপোর্টে যান কাজল ।