পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'হিরোইন' করিনাকে নয়, প্রথমে অফার করা হয় অন্য় অভিনেত্রীকে... - করিনা কাপুরের খবর

'হিরোইন' করিনা কাপুরের ক্যারিয়ারের এক অন্য়তম উজ্জ্বল নক্ষত্র । তবে মধুর ভান্ডারকর পরিচালিত এই ছবি প্রথমে অফার করা হয় অন্য় এক প্রথম সারির অভিনেত্রীকে । কে জানেন ?

Aishwrya bachchan not kareena was first choice of Madhur bhandarkar for heroine
Aishwrya bachchan not kareena was first choice of Madhur bhandarkar for heroine

By

Published : Apr 28, 2020, 5:00 PM IST

মুম্বই : ঐশ্বরিয়া রাই বচ্চন তখন প্রেগনেন্ট । কিন্তু নিজের প্রেগনেন্সির খবর লুকিয়ে 'হিরোইন' ছবিটি সাইন করেন তিনি । হ্যাঁ, করিনা নয়, ঐশ্বরিয়ার কাছেই গেছিল এই ছবির প্রথম অফার । কিন্তু, প্রেগনেন্ট থাকার জন্যই নির্মাতারা রিপ্লেস করেন তাঁকে । পরিচালক মধুর নিজের ব্লগে জানালেন এই খবর ।

এক সুদীর্ঘ পোস্টে মধুর লিখেছেন. "আজ আমি আমার অফিসে বসে 'হিরোইন' দেখছি । আর আমার বিবেক সম্পূর্ণ মুক্ত, কারণ আমি আমার কাজের সঙ্গে কোনওরকম বেইমানি করিনি । 11-12 বছর ধরে যে প্রোজেক্টের পিছনে আমি রক্ত জল করেছি, সেই প্রোজেক্ট আমি কোনওভাবেই নষ্ট করতে পারতাম না ।"

ঐশ্বরিয়া..

একটা বিশাল ক্যানভাসে তৈরি 'হিরোইন' । প্রায় 40 টি লোকেশনে শুটিং করা হয়েছে, নেওয়া হয়েছে বিশাল সংখ্যক জুনিয়র আর্টিস্ট । এমন অনেক দৃশ্য রয়েছে যেখানে হিরোইনকে রীতিমতো শারীরিক কসরতের মধ্যে দিয়ে যেতে হয়েছে , মদ্য়পান করতে হয়েছে, ধূমপান করতে হয়েছে, কিছু অ্যাডাল্ট দৃশ্যও রয়েছে সেখানে । সেই অবস্থায় প্রেগনেন্ট ঐশ্বরিয়াকে নিয়ে কাজের ক্ষতি হত, অভিনেত্রীর ক্ষতি হত । সব মিলিয়ে তাঁকে রিপ্লেস করার সিদ্ধান্ত নেওয়া হয়, জানিয়েছেন মধুর ।

ছবি সৌজন্যে ইউটিউব

যদিও সেই সময় ঐশ্বরিয়া এই ঘটনার পর কোনও প্রতিক্রিয়া জানাননি । তবে অমিতাভ বচ্চন নির্মাতাদের বিরুদ্ধে গলা তুলেছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details