মুম্বই : মা বৃন্দার সঙ্গে খুবই নিবিড় সম্পর্ক ঐশ্বরিয়ার । মা তাঁর অন্যতম বড় শক্তি, বারবারই বলেছেন অভিনেত্রী । তাই মায়ের জন্মদিনে এক আবেগপ্রবণ পোস্ট ঐশ্বরিয়ার ।
মেয়ে আরাধ্যা আর মা বৃন্দার একসঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি । নাতনিকে জাপটে হাসিমুখে বসে বৃন্দা । আর অন্য ছবিতে বৃন্দা একা । মায়ের মুখে মেয়ের ঝলক স্পষ্ট ।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আমাদের ডার্লিং মা...আমরা আমাদের বার্থডে গার্লকে খুব ভালোবাসি । এভাবেই উজ্জ্বল হয়ে থাক ।"
দেখে নিন ঐশ্বরিয়ার পোস্ট...
মণি রত্নমের পরবর্তী ছবিতে অভিনয় করার কথা ছিল ঐশ্বরিয়ার । তবে কোরোনার কারণে এখন অনিশ্চিত সবটাই । শেষ 'ফ্য়ানি খান' ছবিতে দেখা গেছিল ঐশ্বরিয়াকে । ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি ।