পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনে দাদুকে শুভেচ্ছা আরাধ্যার - Amitabh birthday

ঐশ্বরিয়া রাই বচ্চনের ইনস্টাগ্রামে পরপর দুটি ছবি পোস্ট করা হয়েছে । একটি ছবিতে বিগ বির গলায় জড়িয়ে রয়েছে আরাধ্যা । আর অন্যটিতে দাদু ও নানতির সঙ্গে ক্যামেরায় পোজ় দিয়েছেন ঐশ্বরিয়াও । আর এভাবেই অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁরা ।

োে্
ে্

By

Published : Oct 12, 2020, 1:35 PM IST

মুম্বই : 78-এ পা দিয়েছেন অমিতাভ বচ্চন । গতকাল জন্মদিন উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন অনুরাগীরা । বাদ যায়নি তাঁর নানতি আরাধ্যাও । দাদুর সঙ্গে তোলা ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সে ।

ঐশ্বরিয়া রাই বচ্চনের ইনস্টাগ্রামে পরপর দুটি ছবি পোস্ট করা হয়েছে । একটি ছবিতে বিগ বির গলায় জড়িয়ে রয়েছে আরাধ্যা । আর অন্যটিতে দাদু ও নানতির সঙ্গে ক্যামেরায় পোজ় দিয়েছেন ঐশ্বরিয়াও । আর এভাবেই অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁরা ।

আরাধ্যার সঙ্গে তোলা ছবির ক্যাপশনে লেখা, "দাদু তোমাকে খুব ভালোবাসি । তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ।" আরেকটি ছবির ক্যাপশনে লেখা, "জন্মদিনের অনেক শুভেচ্ছা দাদু-বাবা । অনেক ভালোবাসা, সুস্থ থেকো, শান্তিতে থেকো ও আনন্দে থেকো ।"

কয়েকমাস আগেই কোরোনা থাবা বসিয়েছিল বচ্চন পরিবারে । আক্রান্ত হয়েছিলেন অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যা । হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা । তবে এখন সবাই সুস্থ । কাজও শুরু করেছেন তাঁরা । তাই এবছর জলসার বাড়িতেই বিগ বির জন্মদিন পালন করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details