পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিপোর্ট নেগেটিভ, আরাধ্যাকে নিয়ে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া - Aaradhya discharged from hospital

নেগেটিভ এল আরাধ্যা ও ঐশ্বরিয়া রাই বচ্চনের কোরোনা পরীক্ষার রিপোর্ট । হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁদের । আজ টুইট করে একথা জানান অভিষেক বচ্চন ।

োে্
োে্

By

Published : Jul 27, 2020, 4:45 PM IST

Updated : Jul 27, 2020, 5:02 PM IST

মুম্বই : এখন কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস বচ্চন পরিবারে । কারণ বেশ কয়েকদিন ধরে চিকিৎসার পর আপাতত নেগেটিভ এসেছে আরাধ্যা ও ঐশ্বরিয়া রাই বচ্চনের কোরোনা পরীক্ষার রিপোর্ট । তাই মেয়েকে নিয়ে আজ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ঐশ্বরিয়া । টুইট করে একথা জানান অভিষেক বচ্চন ।

11 জুলাই রাতের দিকে টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । তাঁরা দু'জনে কোরোনায় আক্রান্ত হওয়ার পরই পরিবারের সব সদস্যরই পরীক্ষা করা হয় । 12 জুলাই সেই রিপোর্ট আসার পর জানা যায়, কোরোনায় আক্রান্ত ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যাও । আর বাকিদের রিপোর্ট নেগেটিভ আসে ।

তবে কোরোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন আরাধ্যা ও ঐশ্বরিয়া । পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরও নানাবতী হাসপাতালে ভরতি করা হয় । এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তাঁরা । সম্প্রতি ফের তাঁদের কোরোনা পরীক্ষা করা হয় । তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে টুইট করে জানান অভিষেক ।

তিনি লেখেন, "ধন্যবাদ আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য । আরাধ্যা ও ঐশ্বরিয়ার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । তাই তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে । এখন তারা বাড়িতেই থাকবে । তবে বাবা ও আমি এখনও হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকব ।"

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অমিতাভ । ভালোই রয়েছেন তিনি । এখন আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে । যদিও হাসপাতালে থাকলেও সময় পেলেই ডুব দিচ্ছেন মুঠোফোনের স্ক্রিনে । এখন সোশাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় তিনি । প্রায় রোজই কিছু না কিছু পোস্ট করছেন । কখনও প্রার্থনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানাচ্ছেন । আবার কখনও হাসপাতালে কেমনভাবে তাঁর দিন কাটছে তাও শেয়ার করছেন তিনি । এদিকে গতকালই BMC-র তরফে বিগ বির বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে কনটেনমেন্ট জ়োনের পোস্টার ।

Last Updated : Jul 27, 2020, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details