দিল্লি : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে নিজেদের রিপোর্ট CBI-এর হাতে তুলে দিল AIIMS-এর ফরেনসিক ডিপার্টমেন্ট । সূত্রের খবর, এই রিপোর্টে কুপার হাসপাতালের ময়নাতদন্তের ঘরের আলোর উজ্জ্বলতা ও ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময়ের উল্লেখ না করা নিয়ে প্রশ্ন তুলেছে তারা ।
সুশান্তের মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছিল কুপার হাসপাতালে । এদিকে ময়নাতদন্তের সেই রিপোর্টে মৃত্যুর সময়ের উল্লেখ না থাকায়, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল ।
তারপর 19 অগাস্ট CBI-এর হাতে সুশান্ত মৃত্যু মামলার তদন্তভার তুলে দেয় সুপ্রিম কোর্ট । সেই সময় AIIMS-এর ফরেনসিক বোর্ডের চেয়ারম্যান সুধীর গুপ্তার নেতৃত্বে একটি টিম তৈরি করা হয় । যারা সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে । এছাড়া ওই টিমের তরফে ভিসেরা পরীক্ষাও করা হয়েছিল । সূত্রের খবর, প্রয়াত অভিনেতার শরীরে বিষক্রিয়ার তত্ত্ব খারিজ করে দিয়েছে ওই টিম ।