অমৃতসর : নিজেদের এক বছরের বিবাহবার্ষিকীতে ঈশ্বরের থেকে আশীর্বাদ চাইতে দেশের বড় বড় মন্দিরগুলোতে পুজো দিচ্ছেন রণবীর-দীপিকা। তিরুপতির পর এবার তাঁরা এসে পৌঁছলেন অমৃতসরের গোল্ডেন টেম্পল বা স্বর্ণমন্দিরে।
দু'জনকেই এদিন দেখা গেল এথনিক ওয়্যারে। সঙ্গে ছিল দুই পক্ষের পরিবারের সদ্যসরা। সেই মুহূর্ত ধরা পড়ল ETV ভারত সিতারার ক্যামেরায়।
দীপিকা নিজেও তাঁর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এদিনের একটি ছবি। দু'জনে পাশাপাশি দাঁড়িয়ে একমনে প্রার্থনা করছেন চুপচাপ। ছবিটি তোলা হয়েছে তাঁদের পিছন থেকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আমাদের প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে আমরা পৌঁছলাম হরমন্দির সাহেবের আশীর্বাদ নিতে। আমাদের এত ভালোবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।"
গত বছর দীপিকা ও রণবীর প্রথমে কোঙ্কনি ও তারপর পাঞ্জাবী মতে বিয়ে করেন। দেখে নিন দীপিকার সেই পোস্ট...