মুম্বই : দিনকয়েক আগেই আলিয়া জানিয়েছিলেন যে তিনি লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। কারণ, তাঁর কাছে ব্রিটেনের পাসপোর্টও আছে। তাই ভারতে দ্বৈত নাগরিকদের ভোটাধিকার নেই। এই প্রসঙ্গ টেনে এবার আলিয়া ভাট ও সোনি রাজদানকে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেল।
ঘটনার সূত্রপাত সোনি রাজদানের একটি টুইটকে ঘিরে। তিনি নিজের টুইটে কাশ্মীরি ছেলে জুনেদের প্রসঙ্গ টেনে আনেন। ট্রেনের আসন পাওয়ার বচসায় মারায় যায় সেই ছেলেটি। সোনি তাঁর টুইটে লেখেন, ছেলেটির ধর্মের জন্য তাকে খুন করা হয়েছিল। তবে এই ঘটনায় সোনিকে অনেকেই ট্রোল করেন। ঠিক এই ঘটনার পরই সামনে আসে যে সোনি রাজদান বা আলিয়া ভাট কেউই লোকসভা নির্বাচনে অংশ নিতে পারবেন না।