পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা মুক্ত হয়ে শুটে ফিরলেন অভিষেক - অভিষেক বচ্চনের খবর

কোরোনা মুক্ত হয়ে শুটিংয়ে ফিরলেন অভিষেক বচ্চন । শুরু হল 'বিগ বুল'-এর শুটিং ।

Abhishek bachchan resumes shoot
Abhishek bachchan resumes shoot

By

Published : Oct 10, 2020, 12:07 PM IST

মুম্বই : কোরোনা মুক্ত হয়ে ফের শুটিং ফ্লোরে অভিষেক বচ্চন । কিছুদিন আগেই শুটে ফিরেছেন অমিতাভ । এবার মাঠে নেমে পড়লেন পুত্রও । শুরু হল 'বিগ বুল'-এর শুটিং ।

ব্যবসায়ী হর্ষদ মেহতার জীবন ও তাঁর করা আর্থিক তছরুপের ফিল্মি প্রেজ়েন্টেশন 'বিগ বুল' । কোরোনার কারণে প্রায় ছ'মাস বন্ধ ছিল শুটিং । তার উপরে ছবির হিরো নিজেই কোরোনা আক্রান্ত । তবে অবশেষে শুটে ফিরে সবাই খুশি ।

'বিগ বুল'-এর প্রযোজক আনন্দ পন্ডিত ANI-কে বলেন, "অভিষেক আমাদের সঙ্গে সবরকমভাবে সহযোগিতা করছে । এখন ও পুরোপুরি সুস্থ । এমন এক তারকাকে পেয়ে আমরা সত্যিই ধন্য ।"

শোনা যাচ্ছে যে, অক্টোবরের মাঝামাঝি শেষ করা হবে 'বিগ বুল'-এর শুট । ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details