মুম্বই : সম্প্রতি খেলাধুলায় মন দিয়েছেন সানি লিওন । কয়েকদিন আগে ফুটবলের প্রতি নিজের দক্ষতা প্রকাশ করেছিলেন । আর এবার ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলার ইচ্ছে প্রকাশ করলেন তিনি ।
এই মুহূর্তে রিয়েলিটি শো 'স্প্লিটসভিলা 13'-এর শুটিংয়ের জন্য কেরালার পুভরে রয়েছেন সানি ও ওই শোয়ের কলাকুশলীরা । 2014 থেকে এই শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সানি । আর সেখানেই ক্রিকেট খেলায় মেতে উঠতে দেখা যায় তাঁকে ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন সানি । সেখানে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি । ঠিক পিছনে উইকেট নিয়ে ব্যস্ত তাঁর ছেলে । এরপর সামনে থেকে বল আসার সঙ্গে সঙ্গেই তার মুখোমুখি হন তিনি । আর দাপটের সঙ্গে ছয় মারতে দেখা যায় তাঁকে । বেশ খানিকটা দূরে গিয়ে পড়ে বল । আর সেই বল ধরতে যান খোদ বোলারই ।
এই ভিডিয়ো পোস্ট করে তার ক্যাপশনে সানি লেখেন, "তাহলে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার জন্য ব্যাগ গোছাই না কি ?" আর তার সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, #ইন্ডিয়ানক্রিকেটটিম । সামনেই ভারতের মাটিতে ইংল্যান্ড সিরিজ় । আর সেখানেই ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডেৈর বিরুদ্ধে মাঠে নামার ইচ্ছে প্রকাশ করেছেন সানি ।