পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ট্রোলের চাপেই কি সুশান্তকে মনে পড়ল অঙ্কিতার ?

অঙ্কিতা লোখান্ডের সাম্প্রতিক ভিডিয়ো দেখে অনেকে এমনটাই মনে করছেন ।

Ankita lokhande remembers Sushant
Ankita lokhande remembers Sushant

By

Published : Nov 29, 2020, 12:28 PM IST

মুম্বই : অঙ্কিতা লোখান্ডে কি সুশান্ত সিং রাজপুতকে ভুলে গেছেন ? সুশান্তকে হারিয়েও এত সুখী জীবনযাপন করছেন কী করে অঙ্কিতা ? নেটিজেনদের এই জাতীয় প্রশ্নে উত্তাল ছিল নেটদুনিয়া । সেই কারণেই কি অঙ্কিতার শেষ পোস্টে সুশান্তের ছোঁয়া ?

নিজের ডান্স রিহার্সাল থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অঙ্কিতা । রোম্যান্টিক সেই গানে নাচতে গিয়ে বারবার সুশান্তের কথাই মনে পড়ছে অভিনেত্রীর । তাঁর লেখা ক্যাপশন তো সেই প্রমাণই দেয় ।

অঙ্কিতা লিখেছেন, "এই বারটা খুব অন্যরকম আর কঠিন । আমার থেকে তোমার কাছে...এটা যন্ত্রণার । #sushantsinghrajput" । দেখে নিন..

তবে এই ভিডিয়ো শেয়ার করেও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন অঙ্কিতা । ট্রোলের শিকার হওয়ার পরই সুশান্তের উদ্দেশে তাঁর এই ভিডিয়ো মোটেই ভালো চোখে দেখছেন না তারা ।

বেশ কয়েকদিন ধরে বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে অনেক ছবি ও ভিডিয়ো শেয়ার করছিলেন অঙ্কিতা । তারপরেই তাঁকে নিয়ে চর্চা শুরু সোশাল মিডিয়ায় ।

ABOUT THE AUTHOR

...view details