পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টিকে থাকার জন্য 'বিগ ফিল্ম'এর প্রয়োজন নেই, অকপট তাপসী - তাপসী পান্নুর বড় ফিল্ম

দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো বিগ ব্যানার ফিল্মের প্রয়োজন নেই । ছবির গল্পটাই আসল তাপসী পান্নুর কাছে ।

Taapsee Pannu on big films
Taapsee Pannu on big films

By

Published : Feb 8, 2021, 6:43 PM IST

মুম্বই : কয়েকদিন আগে তাপসী পান্নুকে 'বি গ্রেড' অভিনেত্রী বলেছিলেন কঙ্গনা রানাওয়াত । তিনি বলেন যে, ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাপসী বা স্বরার মতো অভিনেত্রীরা ইন্ডাস্ট্রির দ্বিতীয় সারিতে পড়েন । কঙ্গনার মন্তব্য় নিয়ে তোলপাড় হয়ে যায় বি-টাউন । তারপরেও 'বিগ ফিল্ম'এর প্রতি আকর্ষণ নেই তাপসীর ।

সম্প্রতি এক টুইটার ইউজ়ার সোশাল মিডিয়ায় কমেন্ট করেন যে, দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের মতো অভিনেত্রীরা বিগ ব্যানার ফিল্মে অভিনয় করছেন । এক নম্বরে থাকার জন্য এই দুই অভিনেত্রী যোগ্য প্রতিদ্বন্দ্বী ।

সেই ইউজ়ার এটাও লেখেন যে, তাপসী পান্নুও নিজের গতিতে দারুণ এগোচ্ছেন । তাঁর ঝুলিতেও খুব ভালো সব ছবি রয়েছে ।

অনুরাগীর এই কমেন্টে তাপসী লিখেছেন, "ধন্যবাদ রাহুল । তবে আমি মনে করি না যে, আমাকে 'বিগ ফিল্মের' অংশ হতেই হবে । বরং ভালো গল্পের অংশ হয়ে সেটাকে বড় বানানোই আমার লক্ষ্য ।"

এই সেই টুইট..

তাপসীর এই বুদ্ধিদীপ্ত ও পজ়িটিভ কমেন্টের পর কঙ্গনা আবার কী বলে আক্রমণ করেন দেখা যাক...

ABOUT THE AUTHOR

...view details