পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমার বাবা ভারতেই জন্মেছিলেন, ভারতেই মৃত্যুবরণ করেছিলেন : আদনান - বলিউড সিঙ্গার

সোশাল মিডিয়ার এক ট্রোলের মোক্ষম জবাব দিলেন আদনান স্বামী। বললেন, "আমার বাবা ভারতেই জন্মেছিলেন, ভারতেই মৃত্যুবরণ করেছিলেন।"

আদনান স্বামী

By

Published : Aug 15, 2019, 9:34 PM IST

মুম্বই : ট্রোলিং সোশাল মিডিয়ার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। রোজই কোনও না কোনও সেলেব্রিটিকে ট্রোলের মুখোমুখি হতে হচ্ছে। তবে আদনান স্বামী মোক্ষম জবাব দিলেন একটি ট্রোলের।

টুইটারে এক সোশাল মিডিয়া ব্যবহারকারী আদনানকে প্রশ্ন করেন, " আপনার বাবা কোথায় জন্মেছিলেন আর কোথায় মৃত্যুবরণ করেছিলেন?" প্রশ্নটি যে খুব একটা সাধারণ প্রশ্ন নয়, সেটা বোঝাই যাচ্ছে।

তবে আদনান স্মার্টলি জবাব দেন, "আমার বাবা ১৯৪২ সালে ভারতে জন্মেছিলেন আর ২০০৯ সালে ভারতেই মৃত্যুবরণ করেন। নেক্সট"

দেখে নিন সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details