পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"দয়া করে তাঁকে একা থাকতে দিন", সনুর পাশে আদনান - আদনান সামি

সম্প্রতি একটি টুইট করেন আদনান । সেখানে সনু নিগমকে নিজের 'ভাই' বলেও উল্লেখ করেছেন তিনি । লেখেন, "যদি অসাধারণ একজন গায়র হিসেবে সনু নিগমকে না ধরি তাহলে সে আমার ভাইয়ের মতো । যে সব সময় আমার পাশে থাকে । এবং নিজের মতো ভালোবাসে । আমি ব্যক্তিগতভাবে জানি যে সে সব বিশ্বাসকেই সম্মান করে । দয়া করে ওকে একা থাকতে দিন..."

sdgf
fg

By

Published : Apr 22, 2020, 2:42 PM IST

মুম্বই : তিন বছর আগে 'আজ়ান'-এর সমালোচনা করে একটি টুইট করেছিলেন গায়ক সনু নিগম । যা নিয়ে সে সময় ট্রোলড হয়েছিলেন তিনি । তারপর বাধ্য হয়ে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেন । এদিকে হঠাৎ করেই সামনে এসেছে তিন বছর আগেকার তাঁর সেই টুইট । যা নিয়ে ফের ট্রোলিংয়ের শিকার হন সনু । আর এক্ষেত্রে সনুর পাশে দাঁড়ালেন গায়ক আদনান সামি ।

এ প্রসঙ্গে সম্প্রতি একটি টুইট করেন আদনান । সেখানে সনু নিগমকে নিজের 'ভাই' বলেও উল্লেখ করেছেন তিনি । লেখেন, "যদি অসাধারণ একজন গায়র হিসেবে সনু নিগমকে না ধরি তাহলে সে আমার ভাইয়ের মতো । যে সব সময় আমার পাশে থাকে । এবং নিজের মতো ভালোবাসে । আমি ব্যক্তিগতভাবে জানি যে সে সব বিশ্বাসকেই সম্মান করে । দয়া করে ওকে একা থাকতে দিন..."

তিন বছর আগে টুইটারে সনু লেখেন, "আমি মুসলিম নই । কিন্তু, তাও সকালের আজ়ান শুনে আমাকে ঘুম থেকে উঠে পড়তে হয় । যখন মহম্মদ ইসলাম তৈরি করেছিলেন তখন বিদ্যুৎ ছিল না । এভাবে জোর করে ধর্মীয় ভাব জাগানো যায় না ।" এই টুইটের জন্য তখন ট্রোলড হয়েছিলেন সনু । পরে অবশ্য তিনি বলেন, কোনও ধর্মের বিরুদ্ধে নন তিনি । তাতেও বিতর্ক থামেনি । বাধ্য হয়ে নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেন । এখন তাঁর কোনও টুইটার অ্যাকাউন্ট নেই । ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেই বিভিন্ন পোস্ট করেন তিনি ।

এদিকে গতকাল হঠাৎ করেই সামনে চলে আসে তাঁর পুরোনো সেই টুইট । টুইটের তারিখ খেয়াল না করেই তার স্ক্রিন শট নিয়ে সেটিকে ফের টুইটারে পোস্ট করেন অনেকেই । যার কারণে আরও একবার সমালোচনার শিকার হন সনু ।

আর সেই টুইটের জেরে অনেকেই তাঁর গ্রেপ্তারের দাবি তুলেছেন । কয়েকমাস আগে দুবাইতে গিয়েছিলেন সনু । কিন্তু, লকডাউন জারি হওয়ার পর আর দেশে ফিরতে পারেননি তিনি । এখন আপাতত সেখানেই রয়েছেন । দুবাইতেই যাতে তাঁকে গ্রেপ্তার করা হয় সেই দাবিও তুলেছেন অনেকেই ।

ABOUT THE AUTHOR

...view details