পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কারও ভালো না লাগলে ঠিক আছে, পদ্মশ্রী প্রসঙ্গে বললেন আদনান - আদনান সামি

আদনান সামিকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার বিষয়টি মেনে নেননি অনেকেই । তবে তাতে তাঁর কিছু যায় আসে না বলে জানিয়েছেন আদনান ।

dfg
dfg

By

Published : Feb 12, 2020, 10:36 AM IST

মুম্বই : পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে আদনান সামিকে । এর জন্য সমালোচিত হন তিনি । তবে তাতে কোনও গুরুত্ব দিতে নারাজ আদনান । এমনকী, এই সম্মান পেয়ে তাঁর অনেক দায়িত্ব বেড়ে গেছে বলে জানিয়েছেন তিনি ।

আদনান বলেন, "এই পুরস্কার যথেষ্ট মূল্যবান । আমার মনে হয় যখন কাউকে পদ্মশ্রীর মতো সম্মানে সম্মানিত করা হয় তখন তার দায়িত্ব অনেকটা বেড়ে যায় । আমাকে এখন ভালো কিছু করার জন্য আরও অনেক চেষ্টা করতে হবে ।"

2016 সালে ভারতীয় নাগরিকত্ব পান আদনান । এরপর পদ্মশ্রী পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করা হয় । বিতর্কটা শুরু হয় ঠিক তখন থেকেই । তাঁকে এই সম্মান দেওয়ার বিষয়টা ভালো ভাবে নেননি অনেকেই । নেটিজ়েন থেকে শুরু করে কংগ্রেস ও বি টাউনের তারকাদের একাংশ সরকারের সমালোচনা শুরু করে । অনেকে মনে করেন ভারতে আদনানের থেকে অনেক ভালো সংগীত শিল্পী রয়েছেন যাঁরা এই পুরস্কারের যোগ্য । আর আদনানকে এই সম্মান দিয়ে তাঁদের কিছুটা দূরে ঠেলে দেওয়া হচ্ছে । যদিও এই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ আদনান ।

সম্প্রতি একটি গানের অনুষ্ঠানে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, "তাদের যদি এই সিদ্ধান্ত ভালো না লাগে তাহলে ঠিক আছে । আমি তাদের ক্ষমা করে দিচ্ছি । তারা অসহায়, মনে হয় তারা কিছু শিখতে পারবে । যদি গুটি কয়েক মানুষের এই সিদ্ধান্ত পছন্দ না হয় তাহলে আমার কিছু যায় আসে না । কারণ 1.3 বিলিয়ন মানুষ এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন । সেখানে গুটি কয়েক মানুষ কারা ? তাদের দূরে রাখাই ভালো ।"

আর পদ্মশ্রীর মতো সম্মান পাওয়ার পর তাঁর দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করেন আদনান । সে প্রসঙ্গে তিনি বলেন, "যেই কারণে আমাকে এই সম্মান দেওয়া হয়েছে সেখান থেকে মনে করি যে আমার দায়িত্ব অনেকটা বেড়ে গেল । আমার ফ্যানদের প্রতি দায়িত্ব অনেকটাই বাড়ল । আর তাই একজন দায়িত্ববান নাগরিক হয়ে আমি কথা দিচ্ছি কাজের মাধ্যমে সেরাটা আমি দেব ।"

এবছর প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় আদনান সামিকে । তাঁর সঙ্গে এবছর পদ্মশ্রী পেয়েছেন কঙ্গনা রানাওয়াত, করণ জোহর, একতা কাপুর ।

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details