মুম্বই : পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে আদনান সামিকে । এর জন্য সমালোচিত হন তিনি । তবে তাতে কোনও গুরুত্ব দিতে নারাজ আদনান । এমনকী, এই সম্মান পেয়ে তাঁর অনেক দায়িত্ব বেড়ে গেছে বলে জানিয়েছেন তিনি ।
আদনান বলেন, "এই পুরস্কার যথেষ্ট মূল্যবান । আমার মনে হয় যখন কাউকে পদ্মশ্রীর মতো সম্মানে সম্মানিত করা হয় তখন তার দায়িত্ব অনেকটা বেড়ে যায় । আমাকে এখন ভালো কিছু করার জন্য আরও অনেক চেষ্টা করতে হবে ।"
2016 সালে ভারতীয় নাগরিকত্ব পান আদনান । এরপর পদ্মশ্রী পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করা হয় । বিতর্কটা শুরু হয় ঠিক তখন থেকেই । তাঁকে এই সম্মান দেওয়ার বিষয়টা ভালো ভাবে নেননি অনেকেই । নেটিজ়েন থেকে শুরু করে কংগ্রেস ও বি টাউনের তারকাদের একাংশ সরকারের সমালোচনা শুরু করে । অনেকে মনে করেন ভারতে আদনানের থেকে অনেক ভালো সংগীত শিল্পী রয়েছেন যাঁরা এই পুরস্কারের যোগ্য । আর আদনানকে এই সম্মান দিয়ে তাঁদের কিছুটা দূরে ঠেলে দেওয়া হচ্ছে । যদিও এই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ আদনান ।