পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে 'ওম : দা ব্যাটেল উইদিন'-এ আদিত্যর ফার্স্টলুক - Aditya in action thriller

প্রকাশ্যে এল আপকামিং ছবি 'ওম : দা ব্যাটেল উইদিন'-এ আদিত্য রয় কাপুরের ফার্স্টলুক পোস্টার । সেখানে পুরোপুরি অ্যাকশন অবতারে দেখা গিয়েছে তাঁকে ।

sdf
sdf

By

Published : Dec 4, 2020, 5:11 PM IST

মুম্বই : আদিত্য রয় কাপুরের আপকামিং ছবি 'ওম : দা ব্যাটেল উইদিন'। প্রকাশ্যে এল এই ছবির প্রথম পোস্টার । আর তার মাধ্যমেই সামনে এল তাঁর ফার্স্টলুক ।

পোস্টারে আদিত্যর হাতে রয়েছে রাইফেল ও পরনে যুদ্ধের পোশাক । এই পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করে আদিত্য লেখেন, "লড়াই করার মানসিকতাকে জিইয়ে রাখার জন্য মনের মধ্যে চলে একটা লড়াই । #ফার্স্টলুক । 2021-এর গ্রীষ্মেই আসছে ওম : দা ব্যাটেল উইদিন ।"

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন একাধিক তারকা । আদিত্যকে এই ধরনের অ্যাকশন অবতারে দেখে মুগ্ধ তাঁরা । তারকাদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন নেটিজ়েনরাও । কমেন্ট বক্সে আদিত্যর এই লুকের প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁদের ।

গতকাল থেকে শুরু হয়েছে এই ছবির শুটিং । আর এই ছবিতে সঞ্জনা সাঙ্ঘির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আদিত্যকে । এই ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা ।

আদিত্যর জন্মদিনে এই ছবির কথা ঘোষণা করেছিলেন প্রযোজক আহমেদ খান । আর আহমেদের পাশাপাশি যৌথভাবে এই ছবি প্রযোজনা করবেন তাঁর স্ত্রী সাইরা খান ও জ়ি স্টুডিয়ো ।

এছাড়া ছবিটি পরিচালনা করবেন কপিল ভর্মা । এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি দেবেন তিনি । আর সব ঠিক থাকলে আগামী বছর গ্রীষ্মে মুক্তি পাবে 'ওম : দা ব্যাটেল উইথইন'।

ABOUT THE AUTHOR

...view details