পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভিডিয়ো কলে 'এক ভিলেন'-এর সিকুয়েলের প্রস্তুতি আদিত্যর - আদিত্য রয় কাপুর

লকডাউনের মধ্যেই 'এক ভিলেন'-এর সিকুয়েল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন আদিত্য রয় কাপুর । চরিত্র নিয়ে প্রায় রোজই ভিডিয়ো কলের মাধ্যমে পরিচালক মোহিত সুরির সঙ্গে আলোচনা করছেন তিনি ।

sdf
sdf

By

Published : Mar 31, 2020, 7:15 PM IST

মুম্বই : 'এক ভিলেন'-এর সিকুয়েলে অভিনয় করবেন আদিত্য রয় কাপুর । সেই চরিত্রর জন্য এই লকডাউনের মধ্যেই নিজেকে প্রস্তুত করছেন তিনি । রীতিমতো যোগাযোগ রাখছেন পরিচালক মোহিত সুরির সঙ্গে । ভিডিয়ো কলের মাধ্যমে তাঁর সঙ্গে চরিত্র নিয়ে আলোচনাও করছেন আদিত্য ।

আদিত্যর সঙ্গে কাজ করা প্রসঙ্গে মোহিত সুরি বলেন, "যখনই আমি আদির সঙ্গে কাজ করি তখনই নিজের সেরাটা দেওয়া নিজের দায়িত্ব বলে মনে করি । আমাদের সম্পর্কটা এইরকমই । আর এই প্রথমবার ভিলেনের চরিত্রে অভিনয় করবে আদি । এটা খুবই আনন্দের বিষয় ।"

অনেকদিন আগে থেকেই আদিত্যর সঙ্গে মোহিতের সিনেমা নিয়ে কথাবার্তা চলছিল । শোনা যাচ্ছে, কোরোনা ভাইরাস ভারতে থাবা বসানোর আগে বেশ কিছুদিন একটি ফার্মহাউজ়ে একসঙ্গে ছিলেন তাঁরা । সেখানে ছবির স্ক্রিপ্ট নিয়ে আদিত্যর সঙ্গে মোহিতের কথা হয় । এমনকী, কীভাবে আদিত্য চরিত্রর জন্য নিজেকে প্রস্তুত করবেন তা নিয়েও কথাবার্তা চলে । যদিও এখন নিজের নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন তাঁরা । কোরোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবেন । যদিও বাড়িতে বসেই সিনেমার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন আদিত্য । ভিডিয়ো কলে প্রায় রোজই চরিত্র নিয়ে মোহিতের সঙ্গে কথা বলেন তিনি ।

2014 সালে মুক্তি পায় 'এক ভিলেন'। সে সময় যথেষ্ট সাফল্য পায় ছবিটি । ওই সময় দাঁড়িয়ে বক্স অফিসে 100 কোটির ব্যবসা করে এই ছবি । তারপরই এর সিকুয়েল তৈরির কথা চিন্তা করেন পরিচালক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মলহোত্রা ও রীতেশ দেশমুখ । সিদ্ধার্থের স্ত্রীয়ের চরিত্রে দেখা গিয়েছিল শ্রদ্ধাকে । আর সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেন রীতেশ দেশমুখ । তবে সিকুয়েলে দেখা যাবে একেবারে নতুন মুখ । সিকুয়েলের মুখ্য চরিত্রে দেখা যাবে জন আব্রাহাম, আদিত্য রয় কাপুর, তারা সুতারিয়া ও দিশা পাটানিকে । পরিস্থিতি ঠিক হলেই শুটিং শুরু হবে বলে অনুমান ।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন একতা কাপুর ও ভূষণ কুমার । সব ঠিক থাকলে 2021 সালের 8 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details