মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় নতুন মোড় । প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক সঞ্জয়লীলা বনসালীর স্টেটমেন্টে কিছু অসঙ্গতি পেল মুম্বই পুলিশ । তাঁদের বক্তব্যে উঠে এসেছে কিছু পরস্পরবিরোধী তথ্য ।
সঞ্জয় জানিয়েছিলেন যে, 'রামলীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' এবং আরও একটি ছবির জন্য তিনি প্রথম অফার দিয়েছিলেন সুশান্তকে । তবে যশরাজ ফিল্মসের সঙ্গে তিনটি ফিল্মের কনট্র্যাক্ট থাকায় সুশান্ত নাকি সময় দিতে পারেননি সঞ্জয়কে ।
তবে আদিত্যর মুখে শোনা গেল অন্য কথা । তিনি নাকি পুলিশকে জানিয়েছেন যে, যশরাজ ফিল্মসের (YRF) সঙ্গে কনট্র্যাক্ট থাকা সত্ত্বেও অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অনুমতি ছিল সুশান্তের ।