মুম্বই : বলিউড যখন যৌন হেনস্থা বা কাস্টিং কাউচের মতো বিষয় নিয়ে কথা বলতে চাইত না, সেই সময় এই বিষয়ে সরব হয়েছিলেন শান্ত স্বভাবের অদিতি রাও হায়দরি ।
সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকার দিতে গিয়ে অদিতি কয়েকটা কথা বললেন প্রয়োজনীয় । বললেন, "শুধু আমি বলে নয়,ইন্ডাস্ট্রির বহু মানুষকে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয় । কেউ কেউ সুযোগ বুঝে বেরিয়ে আসতে পারে, সবাই পারে না । আমি ভাগ্যবতী যে, আমি বেরিয়ে আসতে পেরেছি ।"
কাস্টিং কাউচের অস্তিত্বের কথা তো আগেই বলেছিলেন অদিতি । তবে অনেক সময় এমনও হয় যে, কাস্টিং কাউচের শিকার হওয়ার পরেও প্রভাবশালীর কবল থেকে মুক্তি পান না নির্যাতিতা । অদিতির মতে, সেটা আরও মারাত্মক ।
অভিনেত্রী বললেন, "সবকিছু মিটে যাওয়ার পরেও হেনস্থার শেষ হয় না । একটার পর একটা বিষয় নিয়ে চলতে থাকে শোষণ ।"
সম্প্রতি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে অদিতির 'সুফায়ম সুজাতায়ুম' । এছাড়াও পরিণীতি চোপড়ার 'দ্য গার্ল অন দ্য ট্রেন' ছবিতে দেখা যাবে অদিতিকে ।