মুম্বই : অসমের পরিস্থিতি খুবই সঙ্গীন। CAB-র প্রতিবাদে অসমে চলছে লাগাতার প্রতিবাদ। পুলিশের গুলিতে নিহক একাধিক অসমীয়া। এরকম এক অবস্থায় সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানালেন অসমের ভূমিপুত্র আদিল হুসেন।
তিনি লিখেছেন, "এই NRC ও CAB-র শোলগোলের মধ্যে আমি খুবই চিন্তিত ও দুঃখিত একটি ব্যাপারে। মানুষ হওয়ার মৌলিক ধর্ম হারিয়েছে মানুষ। এই লড়াইতে কেউই জিততে পারবে না। ক্ষতি হবে একটাই জিনিসের, তা হল মানবিকতা ।"
তিনি আরও লিখেছেন, "আমাদের যখন জন্ম হয়েছিল আমাদের পরিবার খুশি হয়েছিল কারণ তাঁরা মানুষের জন্ম দিয়েছিল, কাঠবিড়ালি নয়। আমরা প্রথমত মানুষ। এই বেসিক ধর্মটাই যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে নিজেদের মুসলিম, হিন্দু, অসমিয়া, বাঙালি এসব বলার কী মানে?"
এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়েছেন অসমের ভূমিপুত্র পাপনও। শুধু তাই নয়, তিনি বাতিল করেছেন একটি কনসার্টও। দিল্লিতে এক বিশাল কনসার্ট ছিল তাঁর। মনের অবস্থা এত খারাপ বলে তিনি শো বাতিল করেছেন। তার জন্য ফ্যানেদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি সোশাল মিডিয়ায়।