মুম্বই : কোরোনা ভাইরাস থাকুক বা না থাকুক অনহারেই দিন কাটছে রাস্তার পশুদের । যা নিয়ে খুবই চিন্তিত আদা শর্মা । আর সেই কারণেই বাড়ির কাছে থাকা রাস্তার পশুদের খাওয়ান তিনি । আর সেই ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রাম স্টোরিতে ।
তিনি বলেন, "আমি ছোটো থেকেই রাস্তার পশুদের খাবার দিই । আসলে আমার মা একজন পশুপ্রেমী । মনে হয় সেখান থেকেই এই অভ্যেসটা পেয়েছি । কোরোনা থাকুক বা না থাকুক অনাহারেই দিন কাটছে পশুদের । আর সেই কারণেই আমরা বাড়ি থেকে বেরিয়ে সেই সব পশুদের মুখে খাবার তুলে দিচ্ছি ।"
তবে পশুদের খাওয়ানোর সময়ও যথেষ্ট সচেতন ছিলেন আদা । এই পরিস্থিতিতে মাস্ক ও গ্লাভস পরা খুই প্রয়োজনীয় । আর তাই পশুদের খাওয়ানোর সময়ও সেগুলি ভোলেননি তিনি । মাস্ক ও গ্লাভস পরেই পশুদের খাওয়াতে দেখা যায় তাঁকে ।