পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'বেবী কঙ্গনাকে' নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা - মিমিক্রি

'কফি উইথ করন' এর একটি পর্বে কঙ্গনাকে দেখা গিয়েছিল তিনি কর্ণ জোহারের বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ আনতে ৷ সইফ আলি খানও উপস্থিত ছিলেন সেই দিনের পর্বে ৷ সেই ঘটানার ভিডিয়োটিকেই টিকটকে নকল করে কোমল ঠাকুর ৷ আর তাতেই আপ্লুত কঙ্গনা ৷

কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত

By

Published : Apr 7, 2021, 6:10 PM IST

Updated : Apr 7, 2021, 6:23 PM IST

হায়দরাবাদ, 7 এপ্রিল : কঙ্গনা রানায়তের গলায় এবার উল্টো সুর ৷ এই প্রথম নিজের মিমিক্রি দেখে উচ্ছ্বসিত কঙ্গনা ৷ কোমল ঠাকুর নাম একটি তার টিকটক অ্যাকাউন্ট থেকে কঙ্গনার মিমিক্রি করে একটি ভিডিয়ো পোস্ট করে ৷ আর তাই দেখে উচ্ছসিত কঙ্গনা তাঁর নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন সেই পোস্ট ৷ এমনকি কোমলকে 'বেবী কঙ্গনা' বলেও অভিহিত করলেন অভিনেত্রী ৷

'কফি উইথ করন' এর একটি পর্বে কঙ্গনাকে দেখা গিয়েছিল তিনি কর্ণ জোহারের বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ আনতে ৷ সইফ আলি খানও উপস্থিত ছিলেন সেই দিনের পর্বে ৷ সেই ঘটানার ভিডিয়োটিকেই টিকটকে নকল করে কোমল ঠাকুর ৷ আর তাতেই আপ্লুত কঙ্গনা ৷

আরও পড়ুন:অভিযানে কে থাকছে সৌমিত্র-জায়ার ভূমিকায় ?

কঙ্গনাকে নকল করার পরও তিনি তাঁর প্রশংসা করছেন এই ঘটনা প্রথম৷ সাধারণত তাঁর নকল করলে ক্ষুব্ধ হন অভিনেত্রী ৷ গত বছর সালোনি গওর নামে একজন কঙ্গনার নকল করলে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন তিনি ৷ সেখানে কোমল ঠাকুরের মিমিক্রির প্রশংসা করা কঙ্গনার জন্য একটি বিরল ঘটনা ৷

Last Updated : Apr 7, 2021, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details