নয়াদিল্লি, 9 জানুয়ারি :200 কোটি টাকার জালিয়াতি মামলার সাক্ষী হিসাবে জেরার মুখে পড়তে হয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Conman Sukesh Chandrashekhar Extorted Rs 200 Crore From Business Tycoon’s Family) ৷ প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের থেকে নামী-দামি উপহার নেওয়ার অভিযোগ উঠেছে টিনসেল টাউনের সুন্দরীর বিরুদ্ধে ৷ এবার এই মামলাতেই সামনে এসেছে জ্যাকলিন-সুকেশের আরও একটি ঘনিষ্ঠ ছবি ৷ তাতে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে রয়েছেন দু'জন, অভিনেত্রীর নাকে ঠোঁট ছুঁয়েছেন সুকেশ ৷ ছবিতে স্পষ্ট জ্যাকলিনের গলার লালচে দাগও, যাক ‘লাভ বাইট’ ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ নেটদুনিয়া ৷
এর আগেও ব্যবসায়ীর সঙ্গে অভিনেত্রীর হোটেলে রাত্রিবাসের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ সেসময় চুপ ছিলেন জ্যাকলিন ৷ ফের একই ঘটনা ঘটায় এবার মুখ খুললেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় আর্জি জানালেন, ‘‘এই দেশ এবং এখানকার মানুষ সবসময় আমাকে ভালবাসা দিয়েছেন । সেই তালিকায় আমার মিডিয়ার বন্ধুরাও রয়েছেন । যাঁদের থেকে আমি অনেক কিছু শিখেছি । বর্তমানে আমি কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি । আশা করব বন্ধু-অনুরাগীরা এই সময় আমার পাশে থাকবেন । আমার মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ, এমন কোনও ছবি ছড়াবেন না যা আমার ব্যক্তিগত পরিসরে আঘাত হানে । আপনাদের কাছের মানুষের সঙ্গে আপনারা এটা করেন না ৷ আমি নিশ্চিত আমার সঙ্গেও এটা করবেন না (Jacqueline Fernandez Makes Appeal After Pics With Conman Go Viral) ।’’