পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত গওহর খানের বাবা - গওহর খানের খবর

প্রয়াত গওহর খানের বাবা জ়ফর আহমেদ খান । সোশাল মিডিয়ায় আবেগতাড়িত পোস্ট অভিনেত্রীর ।

Gauahar Khan sad about father death
Gauahar Khan sad about father death

By

Published : Mar 5, 2021, 1:31 PM IST

মুম্বই : কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন গওহর খানের বাবা জ়ফর আহমেদ খান । হাসপাতালে ভরতি ছিলেন । তবে শেষরক্ষা হল না । মারা গেলেন গওহরের বাবা ।

স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়েছেন অভিনেত্রী । বাবা তাঁর দারুণ ভরসা এবং আশ্রয়ের জায়গা ছিলেন । আজ যেন সেখানে এক মস্ত বড় শূন্যস্থান । আবেগপ্রবণ অভিনেত্রী সোশাল মিডিয়া পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরলেন ।

গওহর লিখেছেন, "আমার হিরো, তোমার মতো কেউ কোনওদিন হবে না বাবা । আমার বাবা আজ মারা গেলেন, একটা সুন্দর পরীর কাছে চলে গেলেন । আলহামদুলিল্লাহ ।"

বাবাকে গওহর খুব ভালোবাসেন, এবার বাবার একটা অংশ তাঁরই মধ্যে রয়ে যাবে আজীবন....দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details