মুম্বই : কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন গওহর খানের বাবা জ়ফর আহমেদ খান । হাসপাতালে ভরতি ছিলেন । তবে শেষরক্ষা হল না । মারা গেলেন গওহরের বাবা ।
স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়েছেন অভিনেত্রী । বাবা তাঁর দারুণ ভরসা এবং আশ্রয়ের জায়গা ছিলেন । আজ যেন সেখানে এক মস্ত বড় শূন্যস্থান । আবেগপ্রবণ অভিনেত্রী সোশাল মিডিয়া পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরলেন ।